কী সুন্দর এক নুরের বাতি হইয়াছে প্রচার
বঙ্গদেশের পূর্বাংশে শাহজালাল নামটি যার।।
বাতির রৌশনী এমন
আকাশে চন্দ্র তারার যেমন কিরণ,
এই আলোতে ঘুচল তখন
সিলেটেরই অন্ধকার।।
মক্কা হইতে আসিলে বঙ্গে
তিনশত ষাইট আউলিয়া আসিলেন সঙ্গে,
রাজা ছিল পূর্ববঙ্গে
গৌড়গোবিন্দ নামটি যার।।
গৌড়গোবিন্দ আছিল কমিন
কুদরতি হেকমতে বাবা ঘটাইলা দুর্দিন,
না রাখিলা দুষ্কৃতির চিন
সিলেটের শহর মাজার।।
মানুষ যত হইলা মুসলমান
গৌরবেতে উড়াইলা দ্বীনের নিশান,
ওই সিলেটে আজ বাংলা স্বাধীন
দূর্বিন শাহ কয় দোয়ায় বাবার।।