কিছু হয় নাই আর হবে নাই
কিছু হয় নাই আর হবে নাই।
যা আছে তাই, যা আছে তাই।।
স্বপ্নে হয়েছিলাম রাজা,
জগৎ জুড়ে আমার প্রজা,
ঘুম ভাঙ্গিতে আর কিছু তার
দেখতে নাহি পাই।।
ব’সে ছিলাম রাজসিংহাসনে
সিংহসম রাজশাসনে,
ছিলাম আনন্দ মনে,
মনের সুখে কাল কাটাই।
সিংহ বলে মানত সবে,
পাশ মোড়া দিয়ে দেখলাম ভেবে,
সিংহ নাই, সিংহের মামা
ভোম্বল দাসের মাসতুতো ভাই।।
ঘৃত-কলসী ল’য়ে মাথে
চলছে মুটে সরান পথে;
ছাগল-গরু কিনতে বেচতে
মনে মনে মনকলা খাই।
বিয়ে করব সেই ধনেতে,
লেড়কা হলে বলবে খেতে;
‘নেহি খাঙ্গে’ ঘাড় ফিরাতে
কলসী ভেঙ্গে সেই লাথি খাই।।
যা আছে তাই এর তত্ত্ব
বুঝলে হবে ষত্ব-ণত্ব,
জানলে পরে পরমার্থ,
তত্ত্ব কথা তোরে জানাই।।
তেগাছাখান পিছু ক’রে
ল’য়ে গেছে গ্রামের রাস্তা ধ’রে,
যা সুধীর, কিছু দূরে,
দেখতে পাবি কেউ কোথাও নাই।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….