কিছু হবে না রে সময় গেলে
কিছু হবে না রে সময় গেলে।
সময়ে সাধন না হ’লে।।
এই বর্ষাকাল রইলি ব’সে,
মীন চলে যায় জলে ভেসে,
বর্ষা গেলে জল শুকালে
কি হবে পাশে বাঁধ বাঁধিলে।।
অকালে কৃষি করা,
লাভ নাই তার মূলে হারা,
যদি ফলে বীজধর্মে,
ফুল ফুটে তার ফল না ফলে।।
পেয়েছ অমূল্য নিধি,
ছয়জনা তার মায়াবাদী,
চোরে নিল ধন, অমূল্য রতন,
কি হবে পাছে চৌকি দিলে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় নরসিংদী জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….