কবাট মারো কামের ঘরে
কবাট মারো কামের ঘরে,
মানুষ ঝলক দেবে নেহারে।।
হাওয়া ধরো, আগুন ঠিক করো
(যাতে) মরিয়ে বাঁচিতে পারো,
মরণের আগে মরো
দেখে শমন যাবে ফিরে।।
বারে বারে করি মানা
লীলার বশে আর যেও না,
রাখ তেজের ঘরে তেজিয়ানা
সেই উর্দ্ধ চাঁদ ধরে।।
জান না পারাহীন দর্পণ
কিরূপে হয় রূপ-দরশন?
বিনয় ক’রে বলে লালন
দুদ্দু থেকো হুঁশিয়ারে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….