মধুর রসের ভিয়ান কর আত্মায়
মধুর রসের ভিয়ান কর আত্মায়।।
আশ্রয় ল’য়ে যে জন ভজে,
তারে কৃষ্ণ নাহি ত্যজে,
একথা না জেনে যে অন্ধ মজে,
সে ভবকূপে খাবি খায়।
যেতে চাও ব্রজধামে,
শবের গমন স্বং বামে-
তবেই যাত্রা শুভ কামে,
সেই মানুষ সঙ্গে মানুষ পায়।।
নিত্য বৃন্দাবন-পুরী,
বিধি-অগোচর মাধুরী,
বিধি-মার্গে ঘুরি’-ফিরি’
ব্রজের কৃষ্ণচন্দ্র নাহি পায়।।
শুনি গোপীর ভাবামৃতে
লোভ জন্মালে হারায় চিতে,
সে পারে কৃষ্ণ উপাসিতে
বদ ধর্ম লঙ্ঘি’ গুরুর কৃপায়।।
গোপী-ভাব নিষ্কামী বলে,
তা ঘটে সহজ সাধন-বলে,
রামানন্দ গৌর মিলে
সাধ্যবস্তু-নিরূপণ।।
ধনের সন্ধান দৈবজ্ঞ-গণন,
শ্রীমহাপ্রভু সনাতনে কয়।
গোঁসাই প্রসন্ন ভাষে,
অমর পূর্ণশশী ভাসে
সেই অধর ধরবার আশে,
মূঢ় বামন হরি কর বড়াই।
পিপীলিকার সাধ উড়িবারে,
পাখা পায় সে বিধির বরে,
কিন্তু পক্ষী হইতে নারে,
সে পক্ষীর গ্রাসে প্রাণ হারায়।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….