মদনা চোর ঢুকছে শহরে
মদনা চোর ঢুকছে শহরে,
ক্ষ্যাপা মন রে।
যদি পালবি প্রজা, হ’য়ে রাজা
চাবি দে রে মাল-ঘরে।।
সেই আনন্দ-বাজার
যাবি মন আমার,
গুরুদত্ত অস্ত্র ধ’রে চল, মন আমার
সেথায় প্রলোভন-রূপ অন্ধকারে
জ্ঞানের প্রদীপ নাও করে।।
সেই বাজার খুব খাসা
আজব তামাসা
সেই বাজারে রসিক-জনার
সর্বদাই বাসা;
নাই কামনা, অন্য আশা,
রয় সদা আরোপ ধ’রে
গেলে স্ব-সুখের বাজার
হবে সব আজার,
ও তুমি অন্ধকারে মরবে ঘুরে’,
প্রাণ যাবে তোমার;
সেথায় দুষ্টলোকের মিষ্ট বোলে,
প্রাণ হারাবি অন্ধকারে।।
গেলে মোহ-বাজারে,
সে চোর সর্বদাই ফেরে,
পেলে পরে ছাড়বে না ভাই,
দেবে সাফ ক’রে;
সেথায় সাবধানে সচেতন হ’য়ে,
পার হবি ভক্তির জোরে।।
ও সেই কৃতাঞ্জলিপুর,
অতি সুমধুর,
যে সন্ধান জেনে যেতে পারে,
সে বড় চতুর;
সেথায় নেই কো শঙ্কা,
প্রেমের ডঙ্কা
শুনবি কর্ণকুহরে।।
ওরে পাগল মন,
আমার কথা শোন,
গোঁসাই হরির বাক্য ধ’রে
কর দেখি গমন;
শ্রীদাম রে, তোর মিলবে রতন,
একবার দেখ রে যতন ক’রে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….