মনের মানুষ হয় রে যে জনা
মনের মানুষ হয় রে যে জনা,
(ও সে) দ্বিদলে বিরাজ করে এই মানুষে-
তুমি সহজ মানুষ চিনলে না।।
ষোড়শ দল আর দশম দলে,
তার পিছে মানুষ দোলে নর্মদায় কূলে,
বামে কুলকুণ্ডলিনী, যোগেশ্বরী, যোগরূপিণী,
নিত্যলীলাকারিণী,
ব্রজলীলা যার ঘটনা।।
শুভাশুভ-যোগকালে, সুগঠন গতি মিলে,
স্থিতি হয় সেই কমলে, চতুর্দলে বারামখানা।।
মৃণালের পূর্বকোণে, আনন্দ আর মদনে,
মন ভোলায় এ দুজনে
করে উচাটন।
শুন না তাদের কথা, সদা থেক সচেতন,
নির্বিকারী হয়ে মনে দৃঢ়ভাবে কর সাধনা।।
আলেক-দম চলছে কলে,
আলেক-দম হাওয়ায় খেলে,
আলেক দম সত্য হ’লে,
তবেই মানুষ মিলে।
তোর দশ দরজা বন্ধ হ’লে
তবেই মানুষ উজান চলে।
গোঁসাই হরি পোদোয়া বলে,
বুঝবে অনুরাগী জনা।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- কেঁদুলীর মেলায় বাঁকুড়া, মেদিনীপুর, মানভূম, মূর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান প্রভৃতি জেলা হইতে সমাগত বাউলদের নিকট হইতে বিশেষভাব গৃহীত বাউল গান।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….