মনের মানুষ খুঁজলে কই মেলে
মনের মানুষ খুঁজলে কই মেলে।
আমি দুখের দুখী দেখতে পাইনা,
আত্ম-সুখী সকলে।।
আপ-গরজী ভাব জানে না,
গরজে সদাই চলে,
গরজ সদাই চলে,
গরজ পেলে গরজ-কথা
কইবে গো হেসে খেলে।।
মনের মত বলে কয়ে
গাছেতে উঠায় ঠেলে,
ও সে নামায় না, পালিয়ে যায়,
কাঁদতে হয় ব’সে ডালে।।
এই যে বেইমানীর হাট, কপট স্বভাব
কথাতে স্বর্গে তোলে।
মুখের সাটক নাইক আটক,
যত নয় তত বলে।।
উত্তমা কয় বলব কি আর,
পড়েছি মায়াজালে;
কত দোষী হয়েছি আমি
গৌর-শ্রীচরণ কমলে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….