মনের মানুষ না হলে পরে
সহজ ভাবে দাঁড়াবে কি সে রে,
মনের মানুষ না হলে পরে।।
আসমানে তার গাছের গোড়া,
জমিনে তার ডাল রে।
সে গাছে ফুল ধরে, তার ফল ধরে না,
সাঁইজীর হাতে ফল রে।।
গঙ্গা ম’ল জল-পিপাসায়,
অগ্নি ম’ল শীতে রে।
জলের মধ্যে পাখীর বাসা
গাছের মাথায় ডিম রে।।
উত্তরে তার শিয়রখানি
দক্ষিণে তার পা রে।
পূর্বদিকে হাত দু’খানি
পশ্চিমে কয় কথা রে।।
তিন তারে এক সুর বেঁধেছে,
তাইতে বাজনা বাজ রে,
সে ঘোড়া ছুটে, বাজনা বাজে,
তার রব ঠিক রাখ রে।।
গুরু যাবে নৌকায় চড়ে,
আমি যাব তড়ে রে।
গুরুর সঙ্গে দেখা হবে
নিমতলার এ ঘাটে রে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পর্যায়ের গানগুলি বীরভূম, বাঁকুড়া, মোদিনীপুর, বর্ধমান, নদীয়া, চব্বিশ পরগণা যশোহর, ফরিদপুর, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার নানা স্থান হইতে বিভিন্ন সময়ে সংগৃহীত এবং এই মতবাদের সাধিকা নবদ্বীপের শ্রীমতী অমিয়বালা দাসীর গানের সংগ্রহ খাতা ও ঘোষপাড়ার নিকটবর্তী মদনপুরের ফকির আকবর শাহের সংগীত সংগ্রহ খাতা হইতে গৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….