মনের মানুষ পাইলাম না
মনের মানুষ পাইলাম না, মনে মনে ভাবছি গো তাই।
মনের দুখ্খু মনে রইল, মনে মনে ভাবছি তাই।।
বন পোড়া যায় সবেই দেখে
আমার মনের আগুন কেউ না দেখে;
আমি কার ছায়াতে প্রাণ জুড়াই।।
কি সাধনে পাইব তারে
যে আমার জীবনের ধন রে,
আমি সেই আশাতে ঘুরে বেড়াই।
দরগা-মসজিদ সব ঘুইরাছি,
মোল্লা-মুনসী সব জিগাইছি,
আমি কোন্ খানে তারে বা পাই।।
মিঞাজান ফকিরে কয়,
তোর ঘরের কোণায় বন্ধে রয়,
তুই হয়ে দিনের কাণা
রাত-দেওয়ানা
দেখলি না রে তাই।
মনের দুখ্খু মনে রইল, মনে মনে ভাবছি তাই।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- ময়মনসিংহ জেলার নেত্রকোণা মহমুকুমা হইতে জনৈক ছাত্র কতকগুলি গান সংগ্রহ করিয়া দিয়াছিল। তাহার মধ্যে নিম্নলিখিত গান তিনটি গ্রহণ করা হইল।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….