নাম ধরে কাম কর মন
নাম ধরে কাম কর মন,
চেতন রাখ ঘরে।
অচেতন হ’লে পরে
মাল নেবে তোর চোরে।।
এই ঘরের মধ্যে সবাই বাদী রে,-
তাও কি জান না রে?
ফাঁকি দিয়ে নেবে কেড়ে
পড়বি বিষম ফেরে।।
রঙ-বেরঙ খেলছে জগৎ রে,
ও মন, তাও কি জান না রে,
গুরুপদে জোত মিশায়ে
যোগাও তারে তারে।।
মন-কানা তুই আনাগোনা
করলি বারে বারে।
তোর দফা রফা হ’য়ে গেছে
কুহকেতে প’ড়ে।।
গোঁসাই মদন বলছে ডেকে
শোন্ কান ঠারো ক’রে রে,
স্বরূপেতে নেহার দিয়ে
রূপে তলিয়ে যা রে।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….