নিগূঢ় ব্রজরসের সাধন করা
নিগূঢ় ব্রজরসের সাধন করা পারবি কি তোরা।
সে অতি অসাধ্য-সাধন, ফণীর মাথার মণি ধরা।।
যোগমায়া সে পূর্ণমাসী,
পূর্ণ মাসের পূর্ণশশী
তাহার মিলন করা।
সে সব জানতে পারে ব্রজপুরে
যোগের সময় জাগে যারা।।
দুই মানুষ থাকে গোকুলে,
উদয় হয় রাসমণ্ডলে
প্রেম-পিরিতি দ্বারা।
তারে অখণ্ড গোলোকে পাঠায়
সুচতুর গোপ-গোপী যারা।।
সুরসিকার যোগের বলে
যমুনার জল উজান চলে,
তার সঙ্গে যায় তারা।
তারে অখণ্ড গোলোকে সাজায়
নিত্য চন্দ্র চিত্তচোরা।।
ভাব না জেনে ভাব ধরিলে
মননমাত্র নদীর কূলে
নরবালি সারা।
গোঁসাই ফটিক বলে, বাঁচতে পারে
নি:স্বার্থ প্রেম করে যারা।।
-ফটিক গোঁসাই
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- গোপালগঞ্জ মহকুমার (ফরিদপুর জেলা) মাচকান্দী গ্রামের নম:শূদ্র বংশে ইঁহার জন্ম হয়। বহুদিন নবদ্বীপবাসী ছিলেন, বছর পনর হইল দেহরক্ষা করিয়াছেন। ফরিদপুর, খুলনা ও বাখরগঞ্জ জেলায় বহু শিষ্য আছে। ইহার গানগুলি খুলনার নম:শূদ্র-জাতীয় বাউল সতীশের নিকট হইতে সংগৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….