নির্জন যমুনার কুলে।
বসিয়া কদম্ব তলে
বাজায় বাঁশি বন্ধু শ্যাম রায়।।
বাঁশিতে কি মধু ভরা
আমারে করিল সারা
আমি নারী ঘরে থাকা দায়।।
কলার বাঁশি হল বান
বলে শুধু রাধার নাম
কুল বধূ কুল মান মজায়।।
বাঁশির সুরে অঙ্গ জলে
ঘরের জল বাহিরে ফেলে
মনে লয় যাব যমুনাই।।
শুনগো ললিতে সখী
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণ পাখি উড়ে যেতে চাই।।
আমি নারী কুল মালা
কালার বাঁশি দিল জ্বালা
অঙ্গ কালা বন্ধুর চিন্তায়।।
যদি আমর কেহ থাক
বন্ধু এনে প্রাণটি রাখ
মন প্রাণ সপিবো তাঁর পায়।।
ভুবন মোহন শুনে
ভাইটাল নদী উজান ধরে
জলে অনল আমার অন্তরায়।।
মনে লয় সন্ন্যাসী হইয়া
দেখব তারে তল্লাসিয়া
কোন বনে সে বাঁশরি বাজায়।।