ও যার আছে গুরু-বল
ও যার আছে গুরু-বল
জনম সফল,
বিফলেতে জনম যায় না।
যার গুরু দয়াময়,
হয়েছেন সদয়,
ফুলের বাতাস লাগে না।।
নামে প্রেমে সে যে ভাসায়ে রসনা,
জাগিতে ঘুমাতে ঘোষিছে ঘোষণা,
রতি-নিষ্ঠ রাগ জাগিছে হৃদয়ে,
শিক্ষা সাধারণে মিশে না।।
তার ফুটেছে কমল দ্বিদল-দলে,
জেগে’ চতুর্দল মৃণালের মূলে,
সে ধন আলেকেতে খেলে, আলেকেতে মেলে,
বিবেক-আলো জ্বেলে দেখ না।।
অষ্টসিদ্ধি, নব যে বিধি,
ভেদাভেদ নাই, সে-ই সত্যবাদী,
জানে না কখনও
বিচ্ছেদ কেমন,
মিটে গেছে মনের বাসনা।।
গোঁসাই কৃষ্ণচাঁদ জগন্নাথে বলে,
পরেশ ছুঁলে সোনা হয় ধাতু হ’লে,
কুমুরিয়া পোকা বিঁধিয়া যেমন
করে নেয় শেষে আপনা।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….