ভবঘুরেকথা
বাউল গান সাধু ফকির বয়াতী

পাকে পাকে তার ছিড়ে যায়

পাকে পাকে তার ছিড়ে যায়, দৌড়াদৌড়ি সার।
মনের অনুরাগ-তরীতে একান্ত চিত্তে হও রে সওয়ার।।

ছয় রিপুরে বশ করিয়ে
আল্লার নামের পেরাক দেও আঁটিয়ে,
দৃঢ় কর তরীখান;
মনের হিংসা-নিন্দা কাঠ কা’টে গুরো আঁটো,
শুদ্ধ রাগের কর পাটাতন,
শ্রদ্ধা দিয়ে ছই বানায়ে, নাড়ীতে গুণ-মাস্তাল গা’ড়ে
কপির কর সৃজন।

(ওরে) ধর্মের নামে বাদাম দিয়ে চল যেথায় রে
মানুষ-রতন এবার।।
মানুষ-রত্ন-জনা কাঁচাসোনা,
জীবন থাকিতে চর্মচোখে তা দেখলাম না,
ভোলাই বলে ঊর্দ্ধরতি জ্বালাও বাতি,
তবে ঘুচবে মনের অন্ধকার।।

…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত।  এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!