পরদেশী রে বন্ধু দূর বিদেশে ঘর।
পিরিতি বারাইয়া গেলে
নিলে না খবর।।
বন্ধু পরদেশী রে
বন্ধু রে, জানিনা পিরিতির রীতি
কি আছে তর মনে
তোমার পিরিতির বিষে
অন্তর কাটে গুনে,
বিরহ বিচ্ছেদ অনোলে
হিয়া ঝরো ঝর,
মনে হয় কেউ আপন আছে
আমি তোমার পর।।
বন্ধু রে, যে নারীর বন্ধুয়া ঘরে
কতোই না আনন্দ
তুই বন্ধু বিদেশে রইলে
আমার কপাল মন্দ,
রইতে কাছে রাখতাম বুকে
জুড়াইতাম অন্তর,
সামনে বসাইয়া তোমায়
করিতাম আদর।।
বন্ধু রে, কোনবা দেশে থাক একবার
স্বপনে না দেখি
নয়নের জল কালি করে
কতোই চিঠি লেখি,
আগে যদি জানতাম তুমি
নি দয়া পামর,
প্রেম করত না এ দূর্বিন শাহ
রইতো একাসর।।