রাম-রহিম একই আল্লাজীর নাম
রাম-রহিম একই আল্লাজীর নাম,
কৃষ্ণ-বিষ্ণু বিসমোল্লা-
কেহ বলে কানাই গোপ, গোপিনী রাই,
আখেরে নিরঞ্জন আল্লা।।
ওরে বান্দা, কোরাণ কেতাব নাও,
কে বা সাধের মা-বাপ,
কোথায় হইয়াছে তার স্থিতি?
কোথা বা নদীর জল;
কোথা বা দারাক্ষের ফল,
কে বা সাধের জাতি, কে বা জ্ঞাতি।
ওহে বান্দা, পৃথিবীতে যত জীব-
সর্বঘটে আছে শিব,
জলের মধ্যে আছে মীন,
চন্দ্র-বরণ হইয়া উদরে প্রবেশিয়া
ভোজন করিয়াছে ভিন্ ভিন্।
আল্লা আল্লা বল, ভাই, ক্ষীর-নদী সাগরে,
তার মধ্যে ধারা বহে, লাতারি পাতারি ভেসে যায়,
সুজন কামেলা হয়,
গহিনেতে ডুবায় মন,
তাই সে তার গুণের লাগ পায়।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় নরসিংদী জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….