সহজ গোপন প্রেম
সহজ গোপন প্রেম কেন করলাম না,
আমার মনে জানে, প্রাণে জানে, অন্যে জানে না।।
সহজের ভাব জেনে শুনে,
পীরিত কর সতের সনে,
যেমন কুমরে পতঙ্গ পেলে
কভু ছাড়ে না।।
অটল পীরিত যে করেছে,
তার মনের অন্ধকার ঘুচেছে,
গুরু-শিষ্য একই আত্মা,
ভিন্ন থাকে না।।
লক্ষ যোজনের উপরে,
রবির কিরণ-তাপ লাগিলে,
যেমন জলে পদ্ম বিকশিত,
মুদিত থাকে না।।
পোদো এবার পদ্মবনে
পু’ড়ে ম’লো মনাগুনে,
গেল জন্ম দিনে দিনে
ভজন হ’ল না।।
……………………
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- বর্ধমান জেলার বেতালবন গ্রামের বাউল সমাবেশ হইতে বিশেষভাবে সংগৃহিত-
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….