স্বভাব-দোষ আমার গেল না
সজনি গো, স্বভাব-দোষ আমার গেল না।
মানব-জনম সফল হইল না।।
আছে ছয়জনা বিবাদী,
তা’রা জ্বালায় নিরবধি,
দুগ্ধেতে মিশায়ে দেয় গোরোচনা।।
স্বভাব-দোষে হইলাম দোষী,
দোষ দিব কার, নিজেই দোষী,
বামন হ’য়ে চাঁদকে ধরা অসাধ্য আমার।।
যারা না জাইন্যা যায় তীর্থ,
ডুবায় পানিকাউরের মত,
তা’রা জলে নাইম্যা জলের মর্ম জানে না।।
স্বাতী নক্ষত্রের জলে
গজে মুক্তা-ফল ফলে,
ভাণ্ড বিশেষে ফলাফল জানিও নিশ্চয়।।
সে জল বাঁশে যদি পড়ে,
বাঁশ-কাপুর নাম ধরে,
সিংহের দুগ্ধ মাইট্টা ভাণ্ডে টিকে না।।
আদার ব্যাপারী জাহাজের খবর-
এই কথা যে না বিশ্বাস করে
সে বড় পামর।।
বাউল দরবেশে বলে,-
গুরুর কৃপা না হইলে
কাঁচা কাঁঠাল কিলাইলে পাকে না।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় নরসিংদী জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….