শ্রীচরণ পাব বলে ভবকূলে
শ্রীচরণ পাব বলে ভবকূলে ডাকে দীনহীন কাঙ্গালে।
প’ড়ে এই ঘোর সাগরে, কেউ নাই, মোরে ঘিরে নিল মায়াজালে।
সৃষ্টি ক’রে আপ্তরসে কোন বা দোষে কালের বশে ফেলাইলে।
কার ভাবে ভবে এসে বেহাল বেশে দয়াল নামটি ভুলাইলে।।
পতিত পাষণ্ড যারা, পেল তারা মার খেয়ে, তায় চরণ দিলে।
আমি হ’লাম এতই পাপী, দু:খী, তাপী; আমার ভাগ্যে লুকাইলে
কল্পতরু নামটি ধর, বাম নয় কারো, শুনে এলাম সাধুকুলে।
দয়াল নামের মহিমা যাবে জানা এই অধীনে চরণ দিলে।।
গোঁসাই হীরুচাঁদের চরণ হয় না স্মরণ, ভজনহীন পাঞ্জ বলে।
আমায় না চরণ দিলে একে কালে মানব-জন্ম যায় বিফলে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….