সূর্যের সুসঙ্গে কমল কিরূপেতে যুগল হয়
সূর্যের সুসঙ্গে কমল কিরূপেতে যুগল হয়।
সে প্রেম সামান্যে কি জানা যায়।।
সমুদ্রে নামিলে, ভাই, পদ না ভিজিবে তায়।
মায়ার সঙ্গে রবে মায়া, পরশ না করিবে তায়।।
কুম্ভীরে পতঙ্গ ধ’রে মাটির ঘরে লয়ে যায়।
আল ভাঙিয়ে কায় চাপিয়ে আপন ক’রে ছেড়ে দেয়।।
দুন্দুভি বাঁশী যে দিন বাজিবে, সে দিন শুনিবে, ভাই।
যে জন মরিবে, সেই সে যুগল চরণ পায়।।
লালন শা’ বলে রে পাঁচু, সে বড় রাগের করণ।
বাণ-ধনুকে শিক্ষা হ’লে তবে হবে রণে জয়।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। এই পদটি অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় রাজশাহী ও রংপুর জেলা হতে সংগ্রহ করেন। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….