তুই করলি না ঘরের খবর
মন, তুই করলি না ঘরের খবর, দিন গেল বিফলে।
মহাজনের চাপা জিনিস পরের হাতে সঁইপ্যাা দিলে রে।।
নয় দরজা আঠার কোঠা, কোঠায় কোঠায় ধন,
মনি-মুক্ত, হীরা-মাণিক আছে অগণন,
ওরে, কোন্ কোঠায় কোন্ রত্ন আছে
শিখলি না তোর গুরুর কাছে রে।।
শঠের সঙ্গে প্রেম করিয়ে রয়েছ ডুবিয়ে,
দিনের পর দিন গয়ে যায় অন্ধের মত হ’য়ে,
ওরে, কামক্রোধ ছয়টি রিপু ইশারায়
কুপথে চালায় রে।।
অধম তারকচন্দ্র বলে মনেতে ভাবিয়ে,
ঘরের তালা বন্ধ রইল দেখলে না খুলিয়ে,
ঘরে জ্বলেছে বাতি, দিবা-রাতি জ্বলেছে তাহা
বিনা তৈলে রে।।
…………………….
অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের ‘বাংলার বাউল ও বাউল গান’ গ্রন্থ থেকে এই পদটি সংগৃহিত। ১৩৬৪ বঙ্গাব্দে প্রথম প্রকাশিত এই গ্রন্থের বানান অপরিবর্তিত রাখা হয়েছে। লেখকের এই অস্বাধারণ সংগ্রহের জন্য তার প্রতি ভবঘুরেকথা.কম-এর অশেষ কৃতজ্ঞতা।
এই পদটি সংগ্রহ সম্পর্কে অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় লিখেছেন- এই বাউল গানগুলি শান্তিনিকেতনের কর্মচারী শ্রীচিত্ত দেব কর্তৃক শ্রীহট্ট হইতে সংগৃহীত।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন-
voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….