ভবঘুরেকথা
দূর্বিন শাহ

আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে, হবে যদি পেসেঞ্জার।
তাড়াতাড়ি টিকেট কাটো, শ্রীগুরু টিকেট মাস্টার।।

আন্ডারগ্রাউন্ড দেহপুরে, ঢাকার শহর তার ভিতরে
মেইন চেম্বারে বসত করে, দেশ রাজ্যের গভর্নর,
অষ্ট জিলা, বারো থানা, আঠারোটি হয় পরগনা
করে তাতে দেখাশুনা, জ্ঞান বাবু প্রাইম মিনিস্টার।।

যাইতে চাইলে সেই শহরে, আগে যাও মুর্শিদের ধারে
নামের টিকেট দিবেন তোরে, ভক্তি মাশুল মূল্য যার,
দমের ট্রেইনে উঠো গিয়া, ছয়টা জংশন পার করিয়া
স্টেশনে পাবে যাইয়া গার্ড মহাশয় টিকেট চেকার।।

টিকেট ছাড়া পাইলে কারে, মবিল কোর্টে ধরবে তারে
ডবল মাশুল আদায় করে, যার ভাগ্যে যে প্রকার,
নামের টিকেট দিবে যারা, এক সেকেন্ড রবে না খাঁড়া
মেইন গেইটে পাস পাবে তারা, টাউনে হবে ট্রান্সফার।।

সেই শহরে পাঁচ আইনের ভয়, পুলিশ ডিউটি সর্বদা রয়
ষোলজনা ট্রাফিক হয়, চারজনা সাব ইন্সপেক্টর,
অসময়ে রোডে পাইলে, ধরে নিয়ে দিবে জেলে
দশ ধারায় আসামি বলে, করতে হবে সারেণ্ডার।।

যার অ্যাডভোকেট গুরুমশাই, তারে করবেন আইডেন্টিফাই
কাস্টোডিতে পাবে রেহাই, লাগবে না রে জামিনদার,
যার আছে টাকার ব্যবস্থা, টাউনে যাওয়া সোজা রাস্তা
দূর্বিন শাহর আসলে খাস্তা, কেপিটেল হইয়াছে লুজার।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!