ভবঘুরেকথা
লালন স্মরণোৎসব

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা’২০১৯

সম্মানিত সাধু, ভক্ত ও সুধীজন,
“সাধুর_বাজারের” পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্বনন্দিত মরমী সাধক, আধ্যাত্মিক জ্ঞান গুরু, মানুষ তত্ত্বের প্রবক্তা ফকির লালন সাঁইজী ভাব জগতের এক পরম মহাপুরুষ। যার দাসের যোগ্য আমি নই। আরশি নগরের পড়শী “মহাত্মা ফকির লালন সাইজীর” স্মরনে প্রতি বছরের ন্যায় এবারও ভিন্ন আঙ্গীকে গুরু কৃপাও সাঁইজীর দয়া নিয়ে ৭ম বর্ষ পদার্পন উপলক্ষ্যে ৩ দিন ব্যাপী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব গাজীপুরের, লোহাগাছিয়ায় “সাধুর বাজারে” উদযাপন করতে যাচ্ছি।

উক্ত মহতি “লালন স্মরণোৎসবে” ধর্ম বর্ণ গোত্র দলমত নির্বিশেষে আত্মশুদ্ধির মহাভাব জগতের পরম শ্রদ্ধার সাথে একজন অনন্য ব্যক্তি হিসেবে আপনাদের আমন্ত্রন জানাচ্ছি ও চরণধূলী প্রত্যাশী। মহতি লালন স্মরণোৎসবে সংঙ্গীত পরিবেশ করবেন বাংলাদেশ ও ভারতের লালন শিল্পীবৃন্দ।।

আপনাদের উপস্থিত ও সহযোগীতায় এই আয়োজনকে এক ভিন্ন মাত্রা দেবে বলে প্রত্যাশা রাখছি।

তিনদিন ব্যাপী ১৪, ১৫ ও ১৬ মার্চ
(বৃহস্পতি, শুক্র ও শনিবার)
বিকাল ৪ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত।
বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা শিল্পীবৃন্দ লালন সঙ্গীত পরিবেশন করবেন।
গাজীপুর লোহাগাছিয়া “সাধুর বাজার”
(ফকির খালেক সাঁই’র আঁখড়া-বাড়ী)
লালন স্মরণোৎসব ও মেলা’য় সকলকে আমন্ত্রণ।
জয় গুরু।

সাধুরবাজার,
লোহাগাছিয়া, গাজীপুর।

যোগাযোগ:
রুহুল কদ্দুছ
সভাপতি”সাধুর বাজার” স্থায়ী কমিটি
লোহাগাছিয়া, গাজীপুর।
০১৯১৯১৮৬৯৪৬

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!