ভবঘুরেকথা
হযরত শাহ্ সোলেমান (রহ) লেংটা বাবার ১০৩তম ওরশ মোবারক

হযরত শাহ্ সোলেমান (রহ) লেংটা বাবার ১০৩তম ওরশ মোবারক

জনাব/জনাবা
আসছে ১৫-২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ মোতাবেক ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ রোজ বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত উপমহাদেশের প্রখ্যাত সাধক সিদ্ধ পুরুষ অলিয়ে কামেল হযরত শাহ্ সোলেমান (রহ) লেংটা বাবার ৭দিন ব্যাপী মহাপরিবত্র ওরশ মোবারক ও ইছালে ছাওয়াব অনুষ্ঠিত হবে।

উক্ত দিবসগুলিতে সকল আশেকান, ভক্তবৃন্দসহ সকলকে মহাপবিত্র ওরশ মোবারকে যোগদান করার জন্য অনুরোধ করা যাইতেছে।

উক্ত দিবসগুলিতে কোরান তিলাওয়াত, মিলাদ মাহফিল, যিকির আজকার, ধর্মীয় বিচারগান ও দোয়া খায়ের এবং জাতি ধর্ম নির্বিশেষে তবারক বিতরণ করা হবে।

বিনয়ান্তে-
সোলেমান (রহ) লেংটার ভক্তবৃন্দ

অনুষ্ঠানসূচি:

ওরশের প্রতিদিন কোরান তিলাওয়াত, মিলাদ মাহফিল, যিকির আজকার, ধর্মীয় বিচারগান ও দোয়া খায়ের এবং জাতি ধর্ম নির্বিশেষে তবারক বিতরণ করা হবে।

তারিখ:

১৫-২২ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ।
৩১ মার্চ থেকে ৫ এপ্রিল ২০২২ খ্রিস্টাব্দ।
রোজ বুধবার থেকে মঙ্গলবার পর্যন্ত।

স্থান:

লেংটা বাবার মাজার শরীফ।
বদরপুর, মতলব উত্তর, চাঁদপুর, বাংলাদেশ।

পথনির্দেশনা

  • দাউদকান্দি ব্রিজ থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে নদীর পাড়েই বেলতলী শাহ সুফি সোলেমান লেংটা মাজার শরীফ।
  • ঢাকা সদরঘাট বা নারায়ণগঞ্জ থেকে লঞ্চে যাওয়া যায় আবার দাউদকান্দি থেকেও ট্রলারে যাওয়া যায়।

বি.দ্র.: রমজান মাস শুরু হওয়ার কারণে অনুষ্ঠানসুচির কিছুটা পরিবর্তন হতে পারে।

জব্বার ভান্ডারীর কণ্ঠে সোলেমান লেংটাকে নিবেদিত গান-

…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে
এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com

……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….

<<ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)

…………………..
আরও পড়ুন-
জানুয়ারি’২২ দিনপঞ্জি (পৌষ-মাঘ)
ফেব্রুয়ারি’২২ দিনপঞ্জি (মাঘ-ফাল্গুন)
মার্চ’২২ দিনপঞ্জি (ফাল্গুন-চৈত্র)
এপ্রিল’২২ দিনপঞ্জি (চৈত্র-বৈশাখ)
মে’২২ দিনপঞ্জি (বৈশাখ-জ্যৈষ্ঠ)
জুন’২২ দিনপঞ্জি (জ্যৈষ্ঠ-আষাঢ়)
জুলাই’২২ দিনপঞ্জি (আষাঢ়-শ্রাবণ)
আগস্ট’২২ দিনপঞ্জি (শ্রাবণ-ভাদ্র)
সেপ্টেম্বর’২২ দিনপঞ্জি (ভাদ্র-আশ্বিন)
অক্টোবর’২২ দিনপঞ্জি (আশ্বিন-কার্তিক)
নভেম্বর’২২ দিনপঞ্জি (কার্তিক-অগ্রহায়ণ)
ডিসেম্বর’২২ দিনপঞ্জি (অগ্রহায়ণ-পৌষ)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!