ভবঘুরেকথা

অক্ষয় তুমি জগতস্বামী হে চির নবীন।
(তুমি) আছো, থাকিবে ও ছিলে প্রাচীনের প্রাচীন
অক্ষয় তুমি জগতস্বামী হে চিরনবীন।।

কিছুই ছিল না থেকে, করেছো সৃজন
শুক্র বিন্দুর মাঝে, দিয়েছো গঠন
অনন্ত যত ইতি, তোমারি কুদরতি
তুমি মহাশক্তি মহাজন;
সার্বভৌমত্ব তোমারি আয়ত্ব
তোমারি আধিপত্য আসমান ও জমিন।।

অসমাপ্ত তুমি সত্য প্রেমময়
উপমা রহিত, সর্বশাস্ত্রে কয়
অকলঙ্ক হে উদার, সর্ব মুলাধার
লা শরিক তুমি নির্ভয়;
আজিজি বিণীত, নওহে শঙ্কিত
নিত্য নিয়মিত রয়েছো স্বাধীন।।

অজ্ঞান অভাজনে কি করি মনস্থ
জানিহে জানি বন্ধু, তুমিই প্রশস্ত
আমি উপযুক্ত নই, তোমার কাছে যে কই
চাইনা আমারে দাও ঐ বেহেস্ত;
তুমি দেখা দিবে তথায় রাখিবে
তোমারি গুন গাহিবে আমির উদ্দিন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!