ভবঘুরেকথা

আজি যত তারা তব আকাশে
সবে মোর প্রাণ ভরি প্রকাশে ॥

নিখিল তোমার এসেছে ছুটিয়া,
মোর মাঝে আজি পড়েছে টুটিয়া হে,
তব নিকুঞ্জের মঞ্জরী যত
আমারি অঙ্গে বিকাশে ॥

দিকে দিগন্তে যত আনন্দ
লভিয়াছে, এক গভীর গন্ধ,
আমার চিত্তে মিলি একত্রে
তোমার মন্দিরে উছাসে।

আজি কোনোখানে কারেও না জানি,
শুনিতে না পাই আজি কারো বাণী হে,
নিখিল নিশ্বাস আজি এ বক্ষে
বাঁশরির সুরে বিলাসে ॥

…………………..
রাগ: খাম্বাজ
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ জ্যৈষ্ঠ, ১৩১১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1904
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!