আমি কি সাধনে পাই গো তাঁরে।
ও সে ব্রহ্মা বিষ্ণু ধ্যানে
পায় না যাঁরে।।
স্বর্গ শিখর যাঁর নির্জন গুহা
স্বরূপে সেহি চাঁদের আভা,
আভা ধরতে চাই, হাতে নাহি পাই
কীরূপে সেরূপ যায়গো সরে।।
পড়ে শাস্ত্রাভাষ কেহ কেহ কয়
পঞ্চতত্ত্ব হলে সেই তাঁরে পায়,
ও সে পঞ্চতত্ত্বের ঘর, সেও তো অন্ধকার
নিরপেক্ষ রয় দেখো বিচারে।।
গুরুপদে আজ হইত মরণ
তবে বুঝি সফল হইত জনম,
ভেবে লালন কহে ওরে মন
আমার ভাগ্যে তাও ঘটলো নারে।।
1 Comment