ভবঘুরেকথা
রাধারমণ দত্ত

আমি জন্মিয়া কেন মাইলাম না শুরুর চরণ সাধন হইল না।।

জননী উদরে যখন উলটা পদে ছিলায় রে মন
সে কথাটি মনে পড়ে না;
তখন বলে আইল করতে সাধন আজি শমন বান্ধব না?
যখন আমায় ভাবে দিলে কি শিখিলে মোর কপালে
জন্মাবধি লক্ষ্য গেল না;
ভাইবে রাধারমণ বলে জন্ম গেল বিফলে
গুরুভাবে ভক্তি কইলাম না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!