ভবঘুরেকথা

(ভৈরব-একতালা)
উঠ জয় ব্রহ্ম ব’লে হও রে চেতন;
দেখ নিরখিয়ে, নয়ন মেলিয়ে, কিবা শোভা অনুপম!
মারুত-হিল্লোলে, বনরাজি দোলে, করে সুরভি বহন;
শিশির-সিঞ্চিত, নব কুসুমিত, শ্যামল উপবন।

সুমধুর রবে, বিহঙ্গম সবে, সুখে গায় বিভু-গুণ;
সরসী-সলিলে, প্রফুল্ল কমলে, ঝঙ্কারে অলিণ!
লোহিত বরণে, পূরব গগনে, উদিত তরুণ তপন,
হ’ল মনোহর, পরম সুন্দর, প্রকৃতির প্রিয় বদন।

মহা কলরবে, জেগে উঠে সবে, দেয় নিজ কার্য্যে মন;
ছিল মৃতপ্রায়, বিঘোর নিদ্রায় (এবে) পাইল নব জীবন।
দিবসের কর্ম্ম, নিত্য ব্রত ধর্ম্ম, সাধনের কর আয়োজন;
প্রণমি ঈশ্বরে, বিনীত অন্তরে, স্বকার্য্যে কর গমন।

হইয়ে প্রহরী, যিনি বিভাবরী, করিলেন জাগরণ,
সেই দয়াময়ে, কৃতজ্ঞ হৃদয়ে, কর রে জীব স্মরণ।
ছিলে তাঁরি কোলে, ঘোর নিশাকালে, গভীর নিদ্রায় মগন;
তিনি প্রাণাধার, কর বার বার, তাঁহারে অভিবাদন।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!