ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

উড়ে আয়রে অলিকুল
মায়ার গাছে তিন রঙ্গে এক ধরেছে ফুল।।

কলি যখন ধরে গাছে অলি তখন আসে কাছে
মধু খাইলে মরা বাঁচে, কালি-কলম সবই ভুল।।

আসমানি অমৃত্য ঝরে-ফুলের গোড়ায় মানুষ ধরে
দেখণে পরাণ কাঁপে ডরে ঢেউয়ে ভাঙ্গে নদীর কুল।।

যারে কয়লুলয়াল-মারজ নারী-পুরুষ তাঁরই প্রমান
সেমারজান বাহ্ রায়া- মা হইলো তার মূলামূল।।

মায়ে যত সহিছে প্রাণে, তোমার আমার পালনে
ঋণ শুধবে না এ জীবনে মাখলেও তাঁহার চরণ-ধুল।।

জালাল কয় সব তাঁরই অংশ, বিয়ে করি মায়ের বংশ,
স্বভাবেতে হলেম ধ্বংস গোড়াতে করিয়া ভুল।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!