ভবঘুরেকথা

(পুরুষ ও নারীর গান)
এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্‌বোধন।
নিত্যা হয়ে রইবি ঘরে,
হবে না তোর বিসর্জন॥

সকল জাতির পুরুষ নারীর প্রাণ
সেই হবে তোর পূজা-বেদি
মা তোর পীঠস্থান।
(সেথা) শক্তি দিয়ে ভক্তি দিয়ে
পাতব মা তোর সিংহাসন॥

(সেথা) রইবে নাকো ছোঁয়াছুঁয়ি
উচ্চ-নীচের ভেদ,
সবাই মিলে উচ্চারিবে
মাতৃনামের বেদ।

(মোর) এক জননীর সন্তান সব, জানি
ভাঙব দেয়াল, ভুলব হানাহানি,
দীন দরিদ্র রইবে না কেউ,
সমান হবে সর্বজন।
বিশ্ব হবে মহাভারত
নিত্য-প্রেমের বৃন্দাবন॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!