ভবঘুরেকথা
বিজয় সরকার

কৃষ্ণ-কানাইয়া সকলি ভুলেছি তোরে পাইয়া।
আমি সকলি ভুলেছি তোরে পাইয়া রে।।

কেলি কদম্বেরই মূলে
যে দিন দেখলেম তোরে পরান খুলে রে-
আমার মনের কূলে ভাঙ্গন লাগাইয়া রে।।

তোমার রূপে পরান উঠলো মেতে
আমি পথ ভুলে যাই বাড়ি যেতে রে-
আমি কি যেন কি ফেলেছি হারাইয়ারে।।

আমি সকল কিছু পারি ভুলতে
কেবল পারি না তোর বাধঁন খুলতে রে-
রাখলি কেমনে এমন জালে জড়াইয়া রে।।

কবে এসে আমার ভাঙ্গা কুঁড়ে
আমার মাটির আসন বসবে জুড়ে রে-
পাগল বিজয় আছে আশা পথ চাইয়া রে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!