ভবঘুরেকথা
বিজয় সরকার

কেন শুকনো ডালে জাগলো নতুন পাতা।
সে যে বহু দিনের রোয়া গাছ তার
খোয়া গেছে লতারে।।

চর পড়া ওই নদীরকিনারে
ঘরপোড়া কোন পথিক বাজায় ব্যথার বীণা রে;
খোঁজে দু:সহবিরহ পরে
তাহার হারান দেবতা।।

সবুজ নেশায় মেতে উঠলো বন
শিস দিয়ে গায় দোয়েল পাখি কোকিলের কূজন;
আসে অশান্ত বাসন্তী পবন
সেই ভুলে যাওয়া কথা।।

হারিয়েছিলো ফুলতোলা সাঝি
ভুল করা সেই পূজার মন্ত্র জাগিলো আজি;
আবার কোন সুরে উঠিলো বাজি
আমার গোপন প্রাণের ব্যথা।।

অজানা বিরহের একূলে
মিলনপিয়াসি হলাম পথেল দেউলে;
পাগল বিজয়ের ভাঙ্গা দেউলে
রয়েছে আশারআসন পাতা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!