ভবঘুরেকথা
ফকির লালন সাঁইজি

খাকি আদমের ভেদ পশু কি বোঝে।
আদমের কালেবে খোদা খোদে বিরাজে।।

আদম শরীর আমার
ভাষায় বলেছে অধর,
সাই নিজে;
নইলে কি তায় আদমকে সেজদা
ফেরেস্তা সাজে।।

শুনি আজাজিল খাসতন
খাকে আদমতন গঠন
গঠেছে সে;
সেই আজাজিল শয়তান হল
আদম না ভজে।।

আব-আতস-খাক-বাত-ঘর
গঠেছেন জান মালেক মুক্তার
সাই নিজে;
লালন বলে এ ভেদ জানলে
সব জানে সে যে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!