ভবঘুরেকথা
মাতাল রাজ্জাক দেওয়ান

গ্রামবাসীরে জাগাইস না কেউ
তাঁরে ডাক দিয়া
অনেক দিন পর ঘুম এসেছে
খোদে খোদার ( কোল পাইয়া )।।

সারাজীবন যায় নাই নবী নিন
রাত্র গেছে সেজদা দিয়া তন্দ্রা বিহীন
দিন গিয়াছে বড়ই কঠিন
উম্মত বলে কাঁন্দিয়া
অনেক দিন পর ঘুম এসেছে
খোদে খোদার ( কোল পাইয়া )।।

যার লাগিয়া আকাশের ই চাঁন
দ্বি-খণ্ড হইয়া গেছে
দিয়া প্রেমের দান
উম্মতের লাগি রাসুল দেওয়ান
পেটে পাথর বান্দিয়া
অনেক দিন পর ঘুম এসেছে
খোদে খোদার ( কোল পাইয়া )।।

আকাশ বাতাস সাগর জলে
দিবা নিশি বাজায় বাঁশি
ঐ চরণ তলে
সোনার পাহাড় হাত বাড়াইলে
পায়ে পড়ে সেজদা দিয়া
অনেক দিন পর ঘুম এসেছে
খোদে খোদার ( কোল পাইয়া )।।

মাতাল রাজ্জাক কয়
হায়াতুল মোহছালীন
ভক্তের ঘরে ঘুমায় নবী
যাইয়া রে একদিন
মমলতা কানবি একদিন
রাজ্জাক গেলে মরিয়া
অনেক দিন পর ঘুম এসেছে
খোদে খোদার ( কোল পাইয়া ) ।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!