ভবঘুরেকথা

হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব–
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্‌ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥

………………….
রাগ: বেহাগ
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৮ কার্তিক, ১৩৪০
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ নভেম্বর, ১৯৩৩
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

এই গানটি “শ্যামা” গ্রন্থে আছে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!