ভবঘুরেকথা

জীব কয় প্রকার ও কি কি? জীব পাঁচ প্রকার। যথা- ১. স্থূলজীব, ২. তটস্থজীব, ৩. বদ্ধজীব, ৪. মুক্তজীব, ৫. সূক্ষ্মজীব।

স্থূলজীব: যে জীব রজ:বীর্য্য সংযোগে স্থূলাকার অর্থাৎ আকারনাস্তি দেহকে স্থূলজীব বলে।
তটস্থজীব: যে জীব দশ ইন্দ্রিয় সজীব গুণানান্তিক তাহাই তটস্থজীব।
বদ্ধজীব: যে জীব পিতা পুত্রের পাশে বদ্ধ অর্থাৎ কর্ম্মাদি ভোগযুক্ত দেহকে বদ্ধজীব বলে।
মুক্তজীব: যে জীব গুরুর দাস হইয়া পাশাদি ভোগ ত্যাগ করিয়াছেন, সেই দেহকে মুক্তজীব বলে।
সূক্ষ্মজীব: যে জীব কৃষ্ণের দাস হইয়াছে, সেই দেহকে সূক্ষ্মজীব বলে।

আত্মা পাঁচটি- জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম ও আত্মারামেশ্বর।
জীবাত্মা কোথায় থাকে? -ভান্ডে।
ভান্ড কিরূপে হইল? -তত্ত্ববস্তু হইতে ভান্ড হইয়াছে।
তত্ত্ববস্তু কি কি? -পঞ্চভূভাদি তত্ত্ববস্তু।
পঞ্চভূত কাহাকে বলে? মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশ এই পঞ্চভূত।
জীবাত্মা বশীভূত হয় কিসে? -লোভ ও মুক্তি হইতে।
ভূতাত্মা বশীভূত হয় কিসে? -লোভ, মুক্তি এবং সাধনের দ্বারা।

সাযন কাহাকে বলে? -সখি ভাবাশ্রয় ও কামবীজ, কামগায়ত্রী আদি সাধন।
পরমাত্মা বশীভূত হয় কিসে? -নাম মন্ত্রে একতা হইলে।
আত্মারামেশ্বরের সাধন কি? -আহার, নিদ্রা, চিন্তা, সঙ্গীত, মনন, ভজন, মোহন ও লজ্জা।
আত্মারামেশ্বর বশীভূত হয় কিসে? -হরি কথামৃত গুণ শ্রবণে।
আত্মারামেশ্বর সাধন কি? -কামানুভাব ও শৃঙ্গারাদি রস আস্বাদ।
জীবাত্মার বাসস্থান কোথায়? -গুহ্যদেশে চতুর্দ্দল পদ্মে।

জীবাত্মা কোন শক্তি? -জীবশীক্ত।
জীবাত্মা কোন্ জীব? -স্থূলজীব।
জীবাত্মা কোন্ বর্ণ? -রক্তবর্ণ।
জীবাত্মা আহার কি? -জল।
জীবাত্মার কর্ম্ম কি? -ভার হরণ।
জীবাত্মার কোন্ ভাব? -শান্ত ভাব।
জীবাত্মার কোন্ আশ্রয়? -নাম আশ্রয়।

ভূতাত্মার বাসস্থান কোথায়? -লিঙ্গমূলে ষড়দশ পদ্মে।
ভূতাত্মার কোন্ শক্তি? -সন্দিনী শক্তি।
ভূতাত্মার কোন্ জীব? -বদ্ধজীব।
ভূতাত্মার কোন বর্ণ? হরিতাল বর্ণ।
ভূতাত্মার আহার কি? – বহু ভোজন।
ভূতাত্মার কর্ম্ম কি? -ছয় রিপূকে বৃদ্ধি করা।
ছয় বিপুর কর্ম্ম কি? -ইন্দ্রিয়াণকে চেতনা দান।
ছয় রিপুর নাম কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য্য।
ভূতাত্মার কোন্ ভাব? দাস্য ভাব।
ভূতাত্মার কোন্ আশ্রয়? -মন্ত্রশ্র নামামৃত পান।

পরমাত্মার বাসস্থান কোথায়? -নাভিমূলে দশনদল পদ্মে।
পরমাত্মার কোন্ শক্তি? -মায়া শক্তি।
পরমাত্মার কোন্ জীব? -সূক্ষ্ম জীব।
পরমাত্মার কোন্ বর্ণ? -বিদ্যুৎ বর্ণ।
পরমাত্মার আহার কি? -বায়ু ভক্ষণ।
পরমাত্মার কর্ম্ম কি? নানা মত চিন্তা।
পরমাত্মার কোন্ ভাব? – সখ্য ভাব।
পরমাত্মার কোন্ আশ্রয়? -ভাব আশ্রয়।

আত্মারামের বাস কোথায়? -হৃদয়দেশে দ্বাদশদল পদ্মে।
আত্মারামের কোন্ শক্তি? -চিৎ শক্তি।
আত্মারামের কোন্ জীব? -তটস্থ জীব।
আত্মারামের কোন্ বর্ণ? -শুক্ল বর্ণ।
আত্মারামের কর্ম্ম কি? -হাস্যরস কথন ও মনে সর্বদা বিরাজমান থাকা।
আত্মারামের কোন্ ভাব? -বাৎসল্য ভাব।
আত্মারামের কোন্ আশ্রয়? -প্রেম আশ্রয়।

আত্মারামেশ্বরের বাসস্থান কোথায়? কণ্ঠদেশে ষোড়শদল পদ্মে বা উজ্জ্বল স্থানে সহস্রদল পদ্মে।
আত্মারামেশ্বর কোন্ শীক্ত? -হ্নাদিনী শক্তি।
আত্মারামেশ্বর কোন্ জীব? -মুক্ত জীব।
আত্মারামেশ্বর কোন্ বর্ণ? -শ্যামল বর্ণ।
আত্মারামেশ্বরের আহার কি? -রসামৃত আস্বাদন।
আত্মারামেশ্বরের কর্ম্ম কি? -কৃষ্ণ ভজন।
আত্মারামেশ্বরের কোন্ ভাব? -মধুর ভাব।

রসাশ্রয়, বৃন্দাবন, তত্ত্বজ্ঞান, সহজ ভজনাদি।
জীবতত্ত্ব এত দূরে হল সমাপন।
হরি হরি বল সবে যত সাধুজন।।

……………………………………..
তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জরী
-শ্রীশ্রী চরণ দাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!