ভবঘুরেকথা

তুমি যে এসেছ মোর ভবনে
রব উঠেছে ভুবনে ॥

নহিলে ফুলে কিসের রঙ লেগেছে,
গগনে কোন্‌ গান জেগেছে,
কোন্‌ পরিমল পবনে ॥

দিয়ে দুঃখসুখের বেদনা
আমায় তোমার সাধনা।
আমার ব্যাথায় ব্যথায় পা ফেলিয়া
এলে তোমার সুর মেলিয়া,
এলে আমার জীবনে ॥

……………………..
রাগ: বাহার-ভৈরব
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৬ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!