তোমারই মহিমা না আছে সীমা
কি বা লিখেছ কার কপাল,
তব খেলার পুতুল কেন বা আকুল
নেচে নেচে কত না তালে।।
সুখ দূঃখ জব্ম মরণ জীবে কি তার মরম জানে
ভুলের বসে কাঁদে আর হাসে
আমার আমার কয় আলাপনে,
তারের মাথায় চাবি দিয়া
দেশান্তরে ঘুরাইয়া-
কারে নিবে কােথা কেউনা জানে তা
জাগন্তে স্বপন দেখাওপলে পলে।।
এই আাছি এই নাই হেথায় করি পরবাস
কি জানি মনে খেলে রাত্রদিন
করা নাহি যায় পরকাশ,
ছিটাইয়া ফেলেছি ফেলেছ দানাপানি
ঘুরে খেতেছি দিন-রজনী-
সাধ্য নাই আমার করতে সে বিচার
কেঁদে কয় পাগল জালাল।