ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

দয়াল মুর্শিদের বাজারে-
কেউ করিছে বেচা-কেনা, কেহ কাঁন্দে রাস্তায় পড়ে।।

ঐল শব্দে পাল্লা ধর, এলাহ-কে ওজন
করইল্লাল্ল চাপা রাখ, হৃৎ-পিন্ডের ভিতরে,
ইমান পাথরের ডান্ডি, নামাইও না তারে-
ওজনেতে মিল হইলে, মহাজনে খরিদ করে।।

পঞ্চরশি পাল্লায় আঁটা, করিও না ডান্ডি-কাটা
মাইর খাইবে প্রন হারাবে, নিবে নিলাম করে,
বেহুসের বন্দেগি নাই, এই ভব পুরে-
আল্লা- রাসুল প্রেম্র বাঁধা, মুর্শিদের পেশানি পরে।।

বাজারে শক্ত বিচার, শোনরে ভাই সব দোকানদার
কর যদি ব্যাবিচার- যাবে আইনের ঘরে,
জালালউদ্দীন তহ্ বিল- মারা পুজি নিল চোরে-
সেই তালাসে পাগল বেশে, গিয়াছে হাওলাপুরে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!