দয়াল তোমার বৈ আর জানি না।
তোব গাছের সন্ধান পেলাম না।।
তোবাগাছ আছে উর্ধ্বভাবে হাদিসের খবর
সে গাছে লাখ লাখ শিকর,
কাটলে শিকড় গাছ মরে হুতাশে
প্রন বাঁচে না।।
হায়াত মউত তার পাতে লেখা
গাছে আছে চামে ঢাকা,
সে গাছের গোড়া পানির ভিতরে
তার পাতা পাকে না।।
গাছের তরে গাছ আছে শূন্যভরে
প্রতিদিন সে আহার করে,
সে গাছের গোড়ে আজরাইল বসে
লালন কয় তা দেখনা।।