ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

পাগলেরর হাট বাজরে দেখছি ঘুরে
পাগল ছাড়া কেউ ভালো নয়।।

কেহ পাগল রঙ্গে-রসে
গিন্নর সাথে কথা কয়-
কেউবা মদের পাগল সুদের পাগল
অর্থ চিন্তায় বিভোর রয়।।

লাইলি পাগল মজনু পাগল আসল নকল
শিরি ফরহাদ প্রেমে বিলয়-
জোলেখা ইউসুফ চাইয়া দিন কাটাইয়া
মরে গিয়া হয় মৃতুঞ্জয়।।

সেই পাগল হয় অগ্রগণ্য করি মান্য
ছাড়িয়া কুল কলঙ্কের ভয়-
ছেড়ে আপন ভিটাবাড়ি সকল ছাড়ি
গাছ তলায় নিয়াছে আশ্রয়।।

এরা পীরের নকশা লইয়া আছে বইয়া
বরজক ধ্যানে সকল সময়-
সত্য পাগল তারাই বটে,ভবের হাটে
জালাল পাগলার ভাব বিপর্যয়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!