(তাল-গড়খেমটা)
পাগল নয় পাগলের আকার
কফ নয়লো সই কফ উলুর্ব্বান, জ্বর নয়লো সই জ্বরের বিকার।
রোগ নয় মহা-রোগে মরে, কি করবে ভৈরব কস্তরে,
চতুর্মুখের কি ধার ধারে, পঞ্চরসে নাড়ে দোষ যার।
তার বিচ্ছেদ বিরহ দাহ, জ্বলে মলেম অহরহ,
ছেড়ে দিলাম এ পাপ দেহ, যা থাকে কপালে আমার।
এসে দে গো জীবন বন্ধু, পান করি তার রসসিন্ধু,
কেউ যদি সই থাকিস বন্ধু, কর গো এ রোগের প্রতিকার।
লক্ষ্মী বিলাস তুচ্ছ করি, অভিলাষ বিলাস মঞ্জুরী,
হরিচাঁদের প্রেমের ডুরি, তাই দিয়ে মন বাঁধ গো আমার।
গোঁসাই গোলক রোগের রাজা, গুরুচাঁদ সেই রোগের ওঝা,
রোগ থাকে যার সেই ধর গে যা,
রোগ না ভোগ নাই তারকের ছার।