ভবঘুরেকথা

বাজাও আমারে বাজাও
বাজালে যে সুরে প্রভাত-আলোরে
সেই সুরে মোরে বাজাও ॥

যে সুর ভরিলে ভাষাভোলা গীতে
শিশুর নবীন জীবনবাঁশিতে
জননীর-মুখ-তাকানো হাসিতে-
সেই সুরে মোরে বাজাও ॥

সাজাও আমারে সাজাও।
যে সাজে সাজালে ধরার ধূলিরে
সেই সাজে মোরে সাজাও।
সন্ধ্যামালতী সাজে যে ছন্দে
শুধু আপনারই গোপন গন্ধে,
যে সাজ নিজেরে ভোলে আনন্দে-
সেই সাজে মোরে সাজাও ॥

……………………………….
রাগ: রামকেলী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৯ ভাদ্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1913
রচনাস্থান: সমুদ্রবক্ষে, SS City of Lahore
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!