ভবঘুরেকথা
বিশ্বাসীদের দেখা শুনা - লালন

ভজ মুরশিদের কদম এই বেলা।
চার পিয়ালা হৃদ-কমলে
ক্রমে হবে উজালা।।

নবীজীর খান্দানেতে
পিয়ালা চার মতে,
জেনে নেও দিন থাকিতে
ওরে আমার মন-ভোলা।।

কোথায় হায়াত-নদী
ধারা বয় নিরবধি,
সে ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা।।

এপারে কে আনিল
ওপার কে নিবে বল,
লালন কয় তারে ভোল
করে যে অবহেলা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!