ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়,
অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদায়।।

প্রমময়ের প্রেম-মুখ, দেখবার আশে কতই
দুঃখ স্থুল জগতে হইল সূক্ষ্ম, তাই সে চিনা বিষম দায়,
ভাবেতে ব্র্রম্মান্ড ঘুরে বিশ্বব্যাপী একটি তারে
প্রাণের কথা ধীরে ধীরে, কানের কাছে কয়ে যায়।।

কাননে ঐ কুসুম কলি, ঝরে ফুটে আসে অলি
রক্তজবা জুই চামেলি, আপনা রঙ্গ আপনি চায়,
গিরি গুহায় বর্তমান, আছে কত ভাবের পাষান
একজনেরি অনু সন্ধান, করতেছে লতায় পাতায়।।

কেন জন্ম-মৃত্যু হয় কয়জনে তান খবর লয়
গ্রহ তারা গগনময়, মিটি মিটি কেন চায়,
ভাবের সাগর গভীর ভারি, সকলের ঘটেনা পাড়ি
প্রেমিকে ভাঙ্গা তরী, বিন বাতাসে উজান ধায়।।

ভাব- নদীতে জীবনধারা, চলছে ভাটি, রয় না খাড়া
তেমনি করে যায় যে মারা, বাহ্য-লীলা ভল কোথায়,
জালাল কয় মোর ভাবের গোল, গুরু বিনে যায়না খোলা
দুই চক্ষৈ পড়েছে ধুলা, মন মজেনা চরন-সেবায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!