ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

মন তুই ধরবি যদি পাড়ি-
ওজন করে জিনিষ ভরে দেশে চল মন- ব্যাপারি।।

এনেছিলে রত্ন সোনা, বেপার করিতে দোনা
হারাইলে চৌদ্দ আনা এসে মায়াপুরী,
ছয় ডাকাইতে সঙ্গে থেকে করে গেল চুরি-
নেশার ঝোঁকে মত্ত হইয়া দেখাইলে বাহাদুরি।।

একশত পঁচিশের ওজন দিয়েছিল সাঁই মহাজন
বিকাইতেছ ষাইটে এখন হইয়া সংসারী,
হিসাব ছাড়া মাপ দিলে তুই হাতে রেখে দাঁড়ি-
পেয়দা এসে করবে বন্ধন গলেতে লাগাইয়া দড়ি।।

রূপগঞ্জেরর বাজারে এসে, দিন গেল তোর লাভের আশে
অসময়ে গুরুর নামটি এই লজ্জায় মরি,
কৃপা করে দেয় যদি সে দুটো চরণ তরী-
জালাল উদ্দীন যেতে পারবে কাটিয়া তার মায়াবেড়ি।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!