ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

মন রে আত্মতত্ত্ব না জানিলে
ভজন হবে না, পড়বি রে গোলে।।

আগে জান গে কালুল্লা
আয়নাল হক আল্লা
যারে মানুষ বলে;
পড়ে ভূত মন আর
হোস নে মনোরায়
একবার দেখ না প্রেম নয়ন খুলে।।

আপনি সাঁই ফকির
আপনি হয় ফিকির
ও সে নিলে ছলে;
আপনারে আপনি
ভুলে রব্বানি
আপনি ভাসে আপন প্রেম বলে।।

লা-এলাহা এন্তান
এল্লাল্লাহ জীবন
আজ প্রেম জাগলে;
লালন ফকির কয়
যাবি মন কোথায়
আপনারে আজ আপনি ভুলে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!