ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

মানুষ রতন করহে যতন, যারে তোমার প্রাণে চায়।।
ভক্তি-বিশ্বাস প্রেম, এক-আধারে তিন
যাহার কাছেতে বোঝ, থাকবে চিরদিন
চন্ডাল কিবা হউক না মোমিন, চেয়ে থাক চরন আশায়।।

মানুষেতে বিবাধ ঘটে, মানুষে মিটায় গোল
মানুষেরি জ্ঞান-বুদ্ধি, মানুষেতে ভুল
কাঁটা দিয়ে কাঁটা খোল, মরিসনে্ আর বিষের জ্বালায়।।

নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও
অমর হতে ইচ্ছা থাকলে, মরন-ঔষধ খাও
যেখানে পিছলে পাও, উঠে দাঁড়াও সেই জায়গায়।।

মনসুরে কয় নিজে খোদা, অপরাধ নাই তার
এক ভিন্ন দ্বীতিয় কইলে, আমরা গোনাগার
বিষ খেয়ে কারো হয় উপকার, অমৃতে কেউ মারা যায়।।

হারামেতে হালাল আছে, শুধু ভাবের বিপর্যয়
একই শব্দ স্থান বিশেষে ভিন্ন রূপ হয়
ভাব বুঝিয়ে জালালে কয়, প্রেমের হওয়া লাগলোনা গায়।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!